‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইউক্রেনে মাইন বিস্ফোরণে রাশিয়ার এক জেনারেল মারা গেছেন। তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। ৪৫ বছর বয়সী জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর ১৪ তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।  প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অন্তত ছয় জন রুশ জেনারেল মারা গেছেন। অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির মৃত্যুর ঘটনা নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রক কোনও বিবৃতি দেয়নি।